পাবনায় তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি মানহানীর মামলা

বঙ্গবন্ধুকে রাজাকার বলে কটুক্তি করার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পাবনায় মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু বাদী হয়ে পাবনা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন। সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মামলাটি গ্রহণ করে আসামীর বিরুদ্ধে সমন জারী করেন।

মামলার বিবরণে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং মহান মুক্তিযুদ্ধ সম্পার্কে ইতিহাস বিকৃত করে লন্ডনে অবস্থিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উদ্দেশ্যমূলকভাবে বক্তব্য রাখেন। এতে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এরই প্রতিবাদে পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু বাদী হয়ে পাবনা আদালতে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল, অ্যাডভোকেট ওবায়দুল হক, অ্যাডভোকেট আব্দুল জাহিদ রানা।

মামলাটি দায়ের পর আদালত চত্বর থেকে জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে একটি মিছিল বের করে দলীয় কার্যলয় গিয়ে শেষ করে। এ সময় জেলা চাত্রলীগের সভাপতিত্বে  একটি পথ সভা অনুষ্ঠত হয। পথসভা শেষে তারেক জিয়ার কুশপত্তলিকা দাহ করে।



মন্তব্য চালু নেই