ফ্রি স্বাস্থ্য ক্যাম্প সম্পূর্ন
পাবনার সুজানগরে পেঁয়াজ রোপনের ধুম
উত্তরাঞ্চলের মধ্যে পিঁয়াজ উৎপাদনে ক্ষ্যাত পাবনার সুজানগরে পিয়াজ রোপনের ধুম পড়েছে। এ রোপন চলবে মাঘ মাসের মাঝ পযন্ত। উপজেলা কৃষি অফিস সূত্র জানান, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে পিঁয়াজ আবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১৫ হাজার ৭শ ৬০ হেক্টর জমি। যা গত বছরের চেয়ে ১ হাজার ৫ শ হেক্টর বেশী।
প্রতি বছরের ন্যায় পেঁয়াজ রোপনকে কেন্দ্র করে এলাকার কৃষকদের বাড়িতে বাড়িতে চলছে পিঠা উৎসব। স্থানীয় চাষিদের সাথে এ উৎসবে যোগ হচ্ছে পাশ্ববর্তী জেলা নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ফরিদপুর, ও টাঙ্গাইল থেকে আসা শ্রমিকরাও।
বেড়ার চাকলায় এফ্রি স্বাস্থ্য ক্যাম্প সম্পূর্ন:
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় গত ২৮ তারিখ রবিবার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপি ১ ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশেষঙ্গ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। এ ক্যাম্পে প্রায় ২০০ জন দূস্ত রুগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ক্যাম্প উদ্বোধন করেন চাকলা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন। এ কর্মসূচির আওতায়চাকলা ইউনিয়নে এ পর্যন্ত ৪ টি ফ্রি ক্যাম্পে ৬৬৭ জনকে সেবা ও ঔষদ, ৪৩ জনকে চশমা, ৩০ জনের ছানি অপারেশন, ৩৭১৩ টি পরিবারের মধ্যে ২৯০০০ টি কৃমি নাশক ট্যাবলেট বিতরন করা হয়।
মন্তব্য চালু নেই