পাবনার চাটমোহরে অবৈধ যাত্র-জুয়ার আসর পুড়িয়ে দিল প্রসাশক

পাবনা চাটমোহর উপজেলার রেলবাজার মাঝগ্রামে চলমান দীর্ঘদিনের অবৈধ যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ ফোস নিয়ে গিয়ে এ আসর পুড়িয়ে দেন।
এতে আয়োজন কারীর ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন যাবত উপজেলার রেলবাজার মাঝগ্রাম নামক স্থানে প্রায় মাস ব্যাপি থানা পুলিশ ম্যানেজ করেচলছিল এ অবৈধ যাত্রা জুয়ার আসর। প্রতি রাত ১০টা থেকে ভোর রাত প্রর্যন্ত ক্ষমতাশীনদের ছত্র ছায়ায় চলত এ আসর।
অবশেষে দীর্ঘ ১৯ দিন পর প্রসাশনের টনক নরল এবং পুড়িয়ে দেয়া হল এ আসর। এতে এলাকায় শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনায় প্রসাশকের সাহসী ভূমিকার জন্য এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

 

নাশকত সৃষ্টির আশঙ্কায় পাবনায় ২ যুবদল নেতা আটক
সোমবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের পাশ থেকে নাশকতার সৃষ্টির অভিযোগে ২ যুবদল নেতা কে আটক করেছে পুলিশ। আটককৃতর হল, শহরের গোবিন্দা মহল্লার বাসিন্দা জেলা যুবদল প্রচার সম্পাদক মোবারক হোসেন, ও ঘোষপাড়ার বাসিন্দা জেলা যুবদল ধর্মীয় সম্পাদক রনি বিশ্বাষ।
সদর থানার ওসি আহসানুল হক আটকের বিষয়টি নিশ্চিক করেছেন।
এদিকে এ আটকের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল।



মন্তব্য চালু নেই