চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের মেঘনা নদীতে দুইটি লঞ্চের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টায় ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-৯ লঞ্চের ধাক্কায় এমভি সুন্দরবন-৮ লঞ্চটি দুর্ঘটনাকবলিত হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুমড়েমুচড়ে যায় সুন্দরবন লঞ্চের ভিআইপিসহ ৪টি কেবিন এবং ডান সাইড।

চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মোবারক হোসেন জানান, পারাবত লঞ্চটি পালিয়ে গেছে। সুন্দরবন লঞ্চের যাত্রীদের চাঁদপুর ঘাটে নামিয়ে দেওয়া হয়। এর মধ্যে একজন নারীযাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তিনি মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, আহত যাত্রীদের মধ্যে সাতজনকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভোর পাঁচটার দিকে ভবেরচর এলাকায় এক শিশু মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এ ছাড়া দুজনকে ভর্তি করা হয়েছে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সুন্দরবন লঞ্চটি বরিশাল থেকে কমপক্ষে দুই হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১টায় লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীর মোলহেড এলাকায় এলে ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ পারাবত-৯ হঠাৎ ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় সুন্দরবন লঞ্চটির মাঝ অংশসহ এক সাইড।



মন্তব্য চালু নেই