টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

টাঙ্গাইলে মঙ্গলবার চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে প্রথম দুর্ঘটনায় কালিহাতী উপজেলার সল্লা এলাকায় বালু ভর্তি একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ছয়জন আহত হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় নিহত প্রাইভেটকার চালক তৌহিদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ঢাকার মিরপুর-১৩ এলাকায়।

এই দুর্ঘটনার পরই কালিহাতীর দেউপুর গ্রাম থেকে মো. আলী নামের এক ব্যক্তি সিএনজিযোগে ট্রাক-প্রাইভেটকারের দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনাস্থলে পৌঁছা মাত্রই একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে মো. আলী মারা যান। এ সময় আহত হয় দুজন।

এদিকে একই স্থানে সকাল ৮টা ৩০ মিনিটে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাককে পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের চালক ও তার সহকারী গুরুতর আহত হন। তাদেরকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে অ্যাম্বুলেন্স চালক সিরাজুল ইসলাম মারা যান।

অপর দুর্ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে। সেখানে একটি সিএনজির ও লড়ির মুখোমুখী সংঘর্ষে নারায়ণ চন্দ্র পাল নামে একজন নিহত হন। আহত হয় আরো তিনজন।



মন্তব্য চালু নেই