পাবনার আটঘরিয়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যা : ছেলের স্ত্রী আটক

রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার আটঘরিয়ায় শাশুড়ি মায়াজান (৬৫) কে পিটিয়ে হত্যা করেছে ছেলের স্ত্রী রিমা খাতুন (৩৫)। নিহত মায়াজান উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত সুরমান আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলের স্ত্রী রিমা খাতনকে আটক করেছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফারুখ আহম্মেদ জানান, শনিবার সন্ধায় শাশুরি সঙ্গে ছেলের স্ত্রী রিমা খাতুনের বাগবিতন্ডার এক পর্যায়ে ছেলের স্ত্রী রিমা খাতুন শাশুড়ি মায়াজানকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে গ্রামবাসী ছেলের স্ত্রী রিমাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পোঁছে রিমাকে আটক করে ও লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, নিহত মায়াজানের ছেলে শাহা আলম গত ৬ মাস আগে স্ত্রী রিমা খাতুনকে ডিফোস দিয়ে ঢাকায় চলে যান। এরই এক পর্যায়ে শনিবার রিমা ওই বাড়িতে এসে স্বামীকে না পেয়ে শাশুড়ির সঙ্গে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে শাশুড়িকে হত্যা করে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই