পাপুয়া নিউগিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪৪ মিনিটে) দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপোর ১৩৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূ-গর্ভের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রথম দফা ভূমিকম্পের পর আরও ক’টি পরাঘাত (আফটার শক) অনভূত হয়। এরমধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৯ মাত্রার পরাঘাতও ছিল।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরী অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ০.৩ থেকে সর্বোচ্চ ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস নিয়ে ধেয়ে আসতে পারে সুনামি।

এই প্রেক্ষিতে উপকূলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাপুয়া নিউগিনির সরকার।



মন্তব্য চালু নেই