পাঠ্যক্রমে কোন ভুল থাকলে ব্যবস্থা নেবে সরকার : আরেফিন সিদ্দিক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ একটি অসম্প্রাদায়িক দেশ,বাংলাদেশের মানুষ সবসময় মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে। পাঠ্যক্রমে কোন ভুল থাকলে সরকার অব্যশই ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার দুপুরে সাভারের ছায়াবিথী এলাকায় গুড লাইট একাডেমি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
এসময় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আরো বলেন সত ভাবে শিক্ষার্থীদের পড়াশুনা করতে হবে। মানুষ মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারে। দেশের সাথে কোন বিশ্বাস ঘাতকতা করতে পারেনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু ঘাতকরা তাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম ভাবে হত্যা করেছে। এসময় তিনি বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্টু ভাবে শিক্ষাদেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
গুড লাইট একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা.মো আবদুল ওহাব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা.এনামুর রহমান,সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিসস্থানীয় গন্যমান্য ব্যাক্তি।
মন্তব্য চালু নেই