পাক-ভারত-বাংলা নিয়ে অখণ্ড ভারতের স্বপ্ন বিজেপির

ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে আবার একক সীমানার ভেতর এনে অখণ্ড ভারতের স্বপ্নের কথা জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন জনপ্রিয় মতামতের ভিত্তিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান একীভূত হবে।
কাতারের আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। তবে এ জন্য কোনো জোরজবর;স্তি বা যুদ্ধের প্রয়োজন হবে না বলে তিনি মনে করেন।
বিজেপির আদর্শিক সংগঠন হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এই সদস্য বলেন, “আরএসএস সদস্য হিসেবে আমি এ দৃষ্টিভঙ্গি পোষণ করি। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব বা কোন দেশকে অধিগ্রহণ করব। যুদ্ধ ছাড়াই জনপ্রিয় মতামতের ভিত্তিতেই এটা হতে পারে।”
৬৮ বছর আগে ইংরেজ শাসন থেকে ভারতীয় উপমহাদেশের দুই দেশ ভারত ও পাকিস্তান আলাদা দেশ হিসেবে স্বাধীন হয়। পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয় বাংলাদেশ। ভাগ হয়ে যাওয়া এই তিন দেশের সীমান্ত আবারও একীভূত হওয়ার বাসনা পোষণ করছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই প্রভাবশালী নেতা।
































মন্তব্য চালু নেই