পাকিস্তান দলকে ‘সবুজ বিষ্ঠা’ বললেন সাবেক মন্ত্রী

পাকিস্তান ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে লেজে-গোবরে করে ফেলেছেন দেশটির সাবেক রেলমন্ত্রী এবং আওয়ামী মুসলিম লিগের পৃষ্ঠপোষক শেখ রশিদ আহমেদ।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে (১-১) সমতায় ফেরায় দলকে শুভেচ্ছা জানাতে টুইট করেন রশিদ আহমেদ।

টুইট বার্তায় হয়তো তিনি লিখতে চেয়েছিলেন, ‘ওয়েল প্লেইড গ্রিন শার্টস’। তবে একটি অক্ষরের বিচ্যুতিতে ‘শার্টস’ শব্দটি ‘শিট’-এ পরিবর্তিত হয়।

টুইট বার্তায় রশিদ আহমেদ লিখেন, ‘ওয়েল প্লেড গ্রিন শিটস।’ যার অর্থ দাঁড়ায় ভালো খেলেছো সবুজ বিষ্ঠারা।

পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে পোস্টটা ডিলিট করে দেন শেখ রশিদ। তার বদলে নতুন করে আবার অভিনন্দন জানিয়ে টুইট করেন তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। তার ভুল টুইটের স্ক্রিণশট ছড়িয়ে পড়েছে অনলাইনে।



মন্তব্য চালু নেই