পাকিস্তানে সেনা আদালতে ৬ নাগরিকের ফাঁসি

পাকিস্তানে সামরিক আদালতে গত বৃহস্পতিবার ছয়জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দেশটিতে সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচারের ক্ষমতা দেওয়ার পর এই প্রথম রায় দেওয়া হলো। খবর বিবিসির।

দেশটির সেনাপ্রধান রাহেল শরীফ জানিয়েছেন, গত বছরের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে গণহত্যা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িতের অভিযোগে ছয় সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে সাত নম্বর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তাদের নাম জানালেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

দণ্ডপ্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

পাকিস্তানের পেশোয়ারে গত ১৬ ডিসেম্বর সেনা পরিচালিত স্কুলটিতে তালেবান হামলায় ১৫০ জনেরও বেশি নিহত হয়। ওই ঘটনার পর দেশটিতে ২০০৮ সাল থেকে বজায় থাকা মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

একই সঙ্গে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে সামরিক আদালতে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বেসামরিক নাগরিকদের বিচারের ক্ষমতা দেওয়া হয়।

তবে সামরিক আদালতে এ বিচারিক কার্যক্রমের সমালোচনা করেছে দেশটির মানবাধিকারকর্মী ও বিরোধী রাজনীতিকরা। তাদের মতে, এটা রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনীর হাতে ছেড়ে দেওয়া এবং তা সন্দেহভাজনদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে দেবে।



মন্তব্য চালু নেই