পাকিস্তানে সন্ত্রাসী কাজে ‘র’ জড়িত : আইজাজ

পাকিস্তানজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডব্লিউ অর্থাৎ র) জড়িত। দেশটির পররাষ্ট্র সচিব আইজাজ আহমদ চৌধুরী বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এই ইস্যু নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের সঙ্গে উচ্চপর্যায়ে ‘বেশ কয়েকবার’ কথা হয়েছে।

ইসলামাবাদে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইজাজ আহমদ র-এর বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি বুধবার করাচিতে বাসে হামলায় ৪৫ জন শিয়াপন্থি ইসমাইলি নিহত হওয়া প্রসঙ্গেও তোলেন।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নিজস্ব কায়দায় শাসন কায়েম করা ইসলামিক স্টেটের (আইএস) শাখা খোরাশান প্রোভিন্স করাচি হামলার দায় স্বীকার করেছে।

এদিকে গত সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী তাদের দেশে সন্ত্রাসী কর্মকা-ে সমর্থন দেওয়ার জন্য র-কে দায়ী করে। এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানে সন্ত্রাসী তৎপতরা বাড়াতে র সমর্থন জুগিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই