পাকিস্তানে বিমান হামলায় ৯২ ‘বিদ্রোহী’ নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় সামরিক বাহিনীর চালানো পৃথক বিমান হামলায় মঙ্গলবার ৯২ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর ডননিউজের।

আইএসপিআর’র (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় মঙ্গলবার বিকেলে চালানো বিমান হামলায় ১২ বিদেশিসহ মোট ৫৩ বিদ্রোহী নিহত হয়েছে। এ ছাড়া বিদ্রোহীদের ব্যবহৃত ছয়টি আস্তানা, একটি অস্ত্রভাণ্ডার ও সাতটি অস্ত্রবোঝাই যান ধ্বংস করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, খারহতাঙ্গি এলাকায় যুদ্ধবিমান থেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত বিদেশিদের মধ্যে বেশিরভাগই উজবেক বলে জানানো হয়েছে।

একই এলাকায় অপর এক হামলায় ২৩ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

একই দিন খাইবার এ্যাজেন্সির তিরাহ ভ্যালি এলাকায় সরকারি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ১৬ বিদ্রোহী নিহত হয়েছে বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। আফগান সীমান্ত সংলগ্ন থেরখোকাস, ওয়াচা ওয়ানা, শ্রাভেলা ও নাকাই এলাকায় চালানো ওই হামলায় আরও ১২ বিদ্রোহী আহত হয়েছে।

এ হামলায় বিদ্রোহীদের ব্যবহৃত ছয়টি আস্তানা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে সামরিক বাহিনী।



মন্তব্য চালু নেই