পাকিস্তানে বিমানঘাঁটিতে হামলা, ৮ জঙ্গি নিহত

পাকিস্তানের পেশোয়ারে দেশটির বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)। অন্যদিকে ঘাঁটির নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় আট জঙ্গি নিহত হয়েছে।

শুক্রবার সকালে পেশোয়ারের বাদাবের এলাকায় বিমান বাহিনীর ইনকিলাব ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা।

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল অসিম বাজওয়া টুইটারে এসব তথ্য জানিয়েছেন।

অসিম বাজওয়া আরো জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলা প্রতিরোধের সময় ১০ সেনা আহত হয়েছেন। এর মধ্যে দুজন সেনা কর্মকর্তা রয়েছেন।

তবে সূত্রের বরাত দিয়ে ডন অনলাইনের খবরে বলা হয়েছে, এই হামলায় প্রায় ২২ জন আহত হয়েছে। এর মধ্যে ২০ জনকে পেশোয়ারে সিএইচএম হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পার্শ্ববর্তী এলাকায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-পাকিস্তান তালেবান।



মন্তব্য চালু নেই