পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ২০ শ্রমিক নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে ২০ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শনিবার সকালে তুরবাত শহরের গগডান এলাকায় এ ঘটনায় ঘটে। হামলার পর বন্দুকধারীরা মোটরসাইকেলে করে পালিয়ে গেছে।

তুবরাতের জেলা পুলিশ কর্মকর্তা ইমরান কুরেশি জানান, শ্রমিকরা সিন্ধু প্রদেশের বাসিন্দা। তারা তুবরাতে একটি ব্রিজ নির্মানের কাজ করছিল। শনিবার সকালে যখন তারা ঘুমিয়ে ছিল তখন অজ্ঞাত বন্দুকধারীরা এসে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে ২০ জন নিহত হয়। হতাহত শ্রমিকদের দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

কুরেশি বলেন, হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছিল। হতাহতদের গায়ে একাধিক বুলেট বিদ্ধ হয়েছে।

এ ঘটনার পর তুরবাতে ছুটে এসেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ড. আব্দুল মালিক বালুচ। তিনি বিষয়টি নিয়ে প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

এদিকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।



মন্তব্য চালু নেই