পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ১৭ সেনা নিহত
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সেনা বহনকারী বিশেষ ট্রেনটি পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে খাল পার হওয়ার সময় লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া এক টুইটার বার্তায় জানান, এ পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মী ও ডুবুরিরা। এদের মধ্যে অন্তত ৫ জন আহত হয়েছেন।
পাকিস্তান রেলওয়ের মুখপাত্র আব্দুল রউফ তাহির জানিয়েছেন, সামরিক ট্রেন দুর্ঘটনার ৯০ মিনিট আগে একই ব্রিজের ওপর দিয়ে অপর একটি যাত্রীবাহী ট্রেন নির্বিঘ্নে পার হয়ে গেছে।
তিনি বলেন, আমরা নিয়মিতই আমাদের সেতুগুলো পরীক্ষা করে থাকি। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
এটি দুর্ঘটনা নয় বরং স্যাবোটাজ হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী খাজা সাদ রাফিক।
তিনি বলেন, মনে হচ্ছে এর পেছনে অন্য কারো হাত আছে। কারণ এভাবে ট্রেন লাইনচ্যুত হয় না। এটা হয়তো কোন বিস্ফোরণের কারণে হয়ে থাকবে অথবা কেউ রেললাইন থেকে ফিশপ্লেট খুলে ফেলার চেষ্টা করেছে।
এ ঘটনার তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন আগামী ৭২ ঘন্টার মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই