পাকিস্তানের রাষ্ট্রপতি মনমোহন!
নির্বাচন কিংবা কোনো ঘোষণা ছাড়াই বদলে দেয়া হলো পাকিস্তানের রাষ্ট্রপতি! তাও আবার নতুন রাষ্ট্রপতি করা হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে! এতটুকু পড়েই অবাক হবেন না।
ইসলামাবাদের একটি নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর ডেভলপিং ইকনমিক্স (পিআইডিই)। আগামী ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির সমাবর্তন। সেখানে সভাপতিত্ব করবেন দেশটির রাষ্ট্রপতি। এ উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছেও। আর সেই আমন্ত্রণপত্রের মাধ্যমেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন এখন ‘পাক প্রেসিডেন্ট’!
কারণ প্রতিষ্ঠানের নিয়মানুসারে দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপত্বি করার কথা। কিন্তু আমন্ত্রণপত্রে তার নামের পরিবর্তে লেখা হয়েছে মনমোহন সিংয়ের নাম। আর এতো বড় ভুলটি কারো চোখেই পড়েনি। খামে ভরে সেটি পাঠিয়ে দেয়া হয় আমন্ত্রিতদের কাছে। অনেক পর অবশ্য সেই ভুলটি চোখে পড়ে কতৃপক্ষের। তাই আবারো ছাপিয়ে নতুন করে বিলি হয় আমন্ত্রণপত্র।
মন্তব্য চালু নেই