পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিল!

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভবনা একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে। দুই দেশের মধ্যকার সাম্প্রতিক বিরূপ রাজনৈতিক সম্পর্কের রেশ ধরেই মূলত বাংলাদেশ সফর বাতিল হতে চলেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা  বলেছেন, ‘পাকিস্তানের বাংলাদেশ সফরের সম্ভাবনা নেই বললেই চলে।’

উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট শেষে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের। যদিও এই সফর নিয়ে বিশ্বকাপ শুরুর আগে বেশ জল ঘোলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অযৌক্তিক এক দাবির কারণে। এই সিরিজ থেকে যা আয় হবে তার অর্ধেকটা দাবি করেছিল পিসিবি। বিষয়টি সতর্কতার সঙ্গেই সামলেছে বিসিবি। শেষ অবধি দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতার পথও তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাজনৈতিক বৈরী সম্পর্কের রেশ পড়েছে ক্রিকেট সম্পর্কেও, যার রেশ ধরে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি ভেস্তে যেতে বসেছে।



মন্তব্য চালু নেই