পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের ওপর হামলা, নিহত ৩

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইনের ছেলে সালমান মামনুনের ওপর বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের চালানো হামলায় তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। তবে সালমান অক্ষত আছেন।

রোববার দিবাগত রাতে করাচির কাছাকাছি বেলুচিস্তানে সালমানের গাড়িবহরে হামলা চালায় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম মুস্তাফা শাহ জানিয়েছেন, হাব ইন্ডাস্ট্রিয়াল জোনে সালমান মামমুনের গাড়িবহর পার হওয়ার সময় রিমোট কন্ট্রোল দিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, মোটরসাইকেলটি বিস্ফোরিত হওয়ার আগেই সালমানের গাড়ি পার হয়ে যায় এবং তার গাড়িবহরের শেষ গাড়িটি পার হওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে একটি রিকশাও বিধ্বস্ত হয়।

রিকশাচালক, রিকশায় থাকা ১২ বছর বয়সি এক শিশু এবং একজন পথচারী ওই বিস্ফোরণে নিহত হয়। এতে পুলিশের চার সদস্য আহত হয়।



মন্তব্য চালু নেই