পাকিস্তানি ‘লাল গোলাপের’ আঘাতে লণ্ডভণ্ড ভারত!
বঙ্গোপসাগর থেকে প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ভরদা’ ভারতের তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ছে। কিন্তু ঝড় ভারতে আছড়ে পড়লেও তার সঙ্গে জড়িয়ে রয়েছে পাকিস্তানের নাম।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী, ভারত মহাসাগর অঞ্চলে কোনও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে তার নামকরণ করে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাইল্যান্ড, মলদ্বীপ, মায়ানমার এবং ওমান। এই দেশগুলির দেওয়া নামের তালিকা থেকেই একটি করে নাম বেছে নেওয়া হয়।
যেমন গতবার ভারতের চেন্নাইতে যে ঘূর্ণিঝড় এসেছিল তার নাম ‘নাদা’ দিয়েছিল ওমান।
এবারের ঝড়ের নাম ‘ভরদা’ দিয়েছে পাকিস্তান। ‘ভরদা’-র অর্থ হল ‘লাল গোলাপ’।
এর আগেও পাকিস্তান ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে। যেমন— ফানুস, নীলম, লায়লা, তিতলি, বুলবুল। -এবেলা।
মন্তব্য চালু নেই