পাকিস্তানি বশির চাচার হাতে বাংলাদেশের পতাকা

পাকিস্তান ক্রিকেটের প্রতীক তিনি। খেলোয়াড়রা মাঠে খেলেন আর গ্যালারিতে দেশের পতাকা দিয়ে জামা বানিয়ে ক্রিকেটারদের এক নাগাড়ে সমর্থন করে যাবেন তিনি, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কানাডা প্রবাসী বশির চাচা পাকিস্তানের খেলা বিশ্বের যে স্থানেই থাক, সেখানেই চলে যাবেন। আবার তিনি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভক্ত বলেও জানা গেছে। এবারও নাকি বশির চাচাকে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দিয়েছিলেন ধোনি।

বরাবরের মত বশির চাচা বুধবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিনও ছিলেন মাঠে। পুরোটা সময় তিনি পাকিস্তানের পতাকা দিয়ে বানানো জামা গায়ে দিয়ে উৎসাহ জুগিয়েছেন আফ্রিদিদের। কিন্তু পাকিস্তান যখন জিততে পারলো না, তখন হতাশা ভুলে বশির চাচা মুহূর্তে তুলে নিলেন বাংলাদেশের পতাকা এবং সেই পতাকা দুলিয়ে অনেকক্ষণ মাশরাফিদের সমর্থন দিয়ে গেছেন।

ক্রিকেট মাঠে যে শুধুই খেলা হয়, এখানে যে রাজনীতির কোন স্থান নেই, এখানে যে সবই খেলোয়াড়োচিত মনোভাব দিয়ে দেখতে হয় সেটাই যেন একবার প্রমাণ করে দিলেন পাকিস্তানের বশির চাচা।



মন্তব্য চালু নেই