পাকিস্তানিদের ভিসা বন্ধের জন্য প্রার্থনা ইমরান খানের

সাবেক তারকা ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ভিসা নিষিদ্ধ করে পাকিস্তানিদের গালেও থাপ্পড় মারবে যুক্তরাষ্ট্র। তখন পাকিস্তানিদের নিজের দেশ নিয়ে হুঁশ ফিরবে।

দেশটির শাহিওয়ালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময় ইমরান খান বলেন, ‘আমি প্রার্থনা করি যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে (পাকিস্তানিদেরকে) ভিসা দেয়া বন্ধ করুক। কারণ আমরা তখন নিজ দেশের সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

‘মাথা ব্যথা থাকলেও বিদেশ সফর করবেন প্রধানমন্ত্রী। যদি ভিসা নিষিদ্ধ করা হয়, তাহলে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে পাকিস্তানের উন্নয়ন ঘটাতে পারবো।’

শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইমরান খান দেশটির দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্নীতির রাজা নওয়াজের বিরুদ্ধে লড়াই করতে আমার জন্য দেশের মা’দের প্রার্থনা প্রয়োজন। এই লড়াইয়ে আমি দেশের তরুণ ও সংখ্যালঘুদের পাশে চাই।’

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পিটিআই নেতা বলেন, ‘মিথ্যা বলার সব রেকর্ড ভেঙেছেন নওয়াজ শরীফ। আমার ক্রিকেট জীবনে অনেক রেকর্ড ভাঙতে দেখেছি। তবে নওয়াজ শরীফ মিথ্যা বলার যে রেকর্ড ভেঙেছেন তা কখনো দেখিনি।’

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।



মন্তব্য চালু নেই