পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বলবে না যুক্তরাষ্ট্র
ভারতের প্রচেষ্টায় আবারও পানি পড়লো। মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণা দেওয়ার বিল গৃহীত হবে না বলে আশস্ত করেছেন দেশটির প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে তিনি এ কথা জানান।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, সিনেটর জনের সঙ্গে জারদারির ফোনে এসব কথা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় প্রচারণার বিষয় নিয়েও কথা হয়েছে তাদের।
এর আগে মার্কিন আইনজীবী টেড পো ও ডানা রোরাবাচার পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দেওয়ার বিলটি পেশ করেছিলেন।
মার্কিন সিনেটর জন ম্যাককেইন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন।
জারদারি বলেছেন, পাকিস্তান নিজেই জঙ্গি হামলায় জর্জরিত। তারা কোনোভাবেই এসব কার্যক্রমকে সমর্থন করে না।
তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।
মন্তব্য চালু নেই