পাইলটের জীবন বাঁচাতে সব করতে প্রস্তুত জর্ডান
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক পাইলটের মুক্তির জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জর্ডান। শনিবার আইএস পণবন্দি জাপানি নাগরিক কেনজি গোতোর শিরশ্ছেদের একটি ভিডিও চিত্র প্রকাশের পরই এ ঘোষণা দিলো জর্ডান।
গত বছর ডিসেম্বরে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের অভিযান চলাকালে বন্দী হন জর্ডান বিমানবাহিনীর সদস্য লেফটেন্যান্ট মোয়াজ আল কাসাসবেহ। এর আগে আইএস জাপানি নাগরিক কেনজি গোতো ও লেফটেন্যান্ট মোয়াজের মুক্তিপণ হিসেবে জর্ডানের কারাগারে আটক এক ইরাকি নারীর মুক্তি চেয়েছিল। শনিবার কেনজি গোতোর শিরশ্ছেদের একটি ভিডিও চিত্র প্রকাশ করে আইএস।
সরকারের মুখপাত্র মোহাম্মদ আল মোমেন্তি রাষ্ট্রীয় বার্তা সংস্থা পের্তাকে জানিয়েছেন, ‘পাইলটের নিরাপদে মুক্তি ও জীবন বাঁচাতে যা প্রয়োজন এর সবকিছু’ করছে প্রশাসন।
তিনি বলেন, ‘সে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য তার জীবিত থাকার প্রমানের নিরাপত্তা নিশ্চিতের জন্য রাষ্ট্রীয় সব সংস্থাগুলি কাজ করছে।’
মন্তব্য চালু নেই