পাঁচ মিসরীয়কে হত্যা করলো আইএস

সিনাই উপত্যকায় যুদ্ধরত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দাবি করে জানিয়েছে, তারা মিসরে সেনাবাহিনীর পক্ষে কাজ করার অভিযোগে পাঁচ ব্যক্তিকে হত্যা করেছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, শুক্রবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে কয়েকটি ছবি পাঠানো হয়। এতে পাঁচ ব্যক্তিকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। এক জঙ্গি রাইফেলের সাহায্যে তাদের মাথার পেছনে গুলি করার আগের চিত্র এটি। টেলিগ্রামে আইএস’র পক্ষ থেকে এদের সেনাবাহিনীর ‘লোক’ বলে দাবি করা হয়েছে।

২০১৩ সালে সেনাবাহিনী মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর জিহাদীরা দেশটির কয়েকশ সৈন্য ও পুলিশকে হত্যা করেছে।

শুক্রবার মিসরের সেনাবাহিনী ঘোষণা করেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে সিনাইয়ে নিরাপত্তা অভিযান শুরু পর থেকে তারা ‘৫শ’ সন্ত্রাসীকে’ হত্যা করেছে।



মন্তব্য চালু নেই