পশ্চিমাদের নিজের চরকায় তেল দিতে বললেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পশ্চিমাদের নিজের চরকায় তেল দিতে বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টায় সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহভাজনদের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের সমালোচনা করায় এরদোয়ান শুক্রবার এ মন্তব্য করেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘কিছু লোক আমাদের উপদেশ দেয়। তারা বলে যে, তারা ভীত। নিজের চরকায় তেল দিন। আপনাদের কৃতকর্মের দিকে নজর দিন।’
ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার পর কোনো পশ্চিমা দেশের কর্মকর্তা তুরস্ক সফরে আসেননি অভিযোগ করে এরদোয়ান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন অথবা পশ্চিমা দেশের একজন ব্যক্তিও শোক জানাতে তুরস্কে আসেননি। এরপরও তারা বলে, এরদোয়ান ভীষণ খেপেছেন।’
এরদোয়ান এ সময় তার নিন্দা করায় যেসব মামলা করা হয়েছিল, তার সবগুলো প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাকে হেয় করার পরিপ্রেক্ষিতে যেসব মামলা করা হয়েছিল, তার সবগুলো আমি প্রত্যাহার করতে যাচ্ছি।’
এর আগে চলতি বছরের শুরুতে তুর্কি কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রেসিডেন্টকে অবমাননা করে মন্তব্য করায় প্রায় দুই হাজার লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই তুর্কি সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। তবে প্রেসিডেন্ট এরদোয়ান দ্রুত ইস্তাম্বুলে ফিরে এসে সেনাবাহিনীর অপর অংশ ও তার সমর্থকদের সহযোগিতায় এ অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেন।
মন্তব্য চালু নেই