পশ্চিমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন,যদি নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে ইরানও ভবিষ্যতে শত্রুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ ইরানে রয়েছে। সারা বিশ্ব বিশেষ করে ইউরোপের দেশগুলো এই গ্যাসের ওপর নির্ভরশীল। যদি প্রয়োজন হয় ইরানও পশ্চিমা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
বুধবার রাজধানী তেহরানে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
খামেনি বলেন,অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে শত্রুর যে কোন ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার ক্ষমতা ইরানের আছে।
তিনি আরো বলেন, ইরান যদি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলে তাহলে শত্রুরা তেহরানের পরমাণু কর্মসূচির ওপর আরো শর্ত চাপিয়ে দেবে এবং নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরানের উন্নতি ও সমৃদ্ধি বাধাগ্রস্ত করতে শত্রুরা নিষেধাজ্ঞাকে সর্বোত্তম অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
দেশটির সর্বোচ্চ এ ধর্মীয় নেতা বলেন, চলমান পরমাণু আলোচনায় অগ্রগতি হলেও পশ্চিমা শক্তি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না। কারণ তারা মূলত ইরানের ইসলামি শাসনব্যবস্থার বিরোধী।
মন্তব্য চালু নেই