পশ্চিমবঙ্গ ছাড়লেন ধর্ষিতা সন্ন্যাসিনী

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পশ্চিমবঙ্গ ছাড়লেন রানাঘাটে খ্রিস্টান মিশনারি স্কুলে গণধর্ষণের শিকার সন্ন্যাসিনী। টানা ছয় দিন চিকিৎসার পর শুক্রবার ভোর ৫টায় হাসপাতাল থেকে সরাসরি দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। সকাল ছ’টার বিমানে তিনি শহর ছাড়েন।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পুলিশ প্রধানকে নিয়ে হাসপাতালে যান স্কুল কর্তৃপক্ষ। তাঁরা হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই শুরু হয়ে যায় সন্ন্যাসিনীকে ছাড়ার প্রক্রিয়া। তাঁর শারীরিক পরীক্ষা করে মেডিক্যাল বোর্ড। এর ঘন্টা খানেকের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রাস্তায় তাঁর শারীরিক অবস্থা দেখভালের জন্য এক জন চিকিৎকেও পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আপাতত ওই সন্ন্যাসিনীকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অন্য কোনও এক আশ্রমে দায়িত্ব তাঁকে দেওয়া হবে।

এদিকে ঘটনার পর ছয় দিন কেটে গেলেও এখনও অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি সিআইডি। বিতর্ক এড়াতে চাপের মুখে ইতোমধ্যেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী শনিবার তাদের পশ্চিমবঙ্গে আসার কথা।



মন্তব্য চালু নেই