পশ্চিমবঙ্গে বোমা তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১১
ভারতের পশ্চিমবঙ্গে গত বুধবার রাতে বোমা তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।
পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামে অবস্থিত ওই কারখানাটির ১০০ মিটার দূরে ছিন্নভিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) ভারতী ঘোষ বৃহস্পতিবার জানিয়েছেন, ওই দুর্ঘটনায় ১১ জন নিহত ও সাতজন আহত হযেছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তবে স্থানীয়দের অভিযোগ, নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।
এ ঘটনার পর থেকেই কারখানাটির মালিক রঞ্জন মাইতি পলাতক রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বোমা তৈরির কারখানাটি চালিয়ে আসছেন স্থানীয় তৃণমূল নেতা মাইতি।
মন্তব্য চালু নেই