পশ্চিমবঙ্গের বিমানঘাঁটিতে রাফায়েল

ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারার ফ্রন্টলাইন ইন্ডিয়ান এয়ারফোর্স ঘাঁটিতেই থাকবে রাফায়েল যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রনটি। ভারতীয় বিমানসেনা মারফত এমনই খবর পাওয়া গেছে।

প্রথম স্কোয়াড্রনটি থাকবে উত্তর প্রদেশের সারসোয়ায়। তবে তৃতীয় স্কোয়াড্রনটি কোথায় থাকবে সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি৷
জানা গেছে, প্রতি স্কোয়াড্রনে থাকবে ১২টি করে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানগুলি নির্মাণ করবে ফ্রান্সের কম্পানি ড্যাসল্ট এভিয়েশন। এ ছাড়া মিগ ২৭ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রনও থাকতে চলেছে হাসিমারা বিমানঘাঁটিতে।

উত্তরবঙ্গে হাসিমারা ফ্রন্টলাইন ইন্ডিয়ান এয়ারফোর্স ইস্টার্ন কমান্ডের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি৷ ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের পরে তৈরি করা হয়েছিল এটি৷ চীন, ভুটান ও বাংলাদেশ সীমান্তের খুবই কাছে অবস্থিত এই বিমান্সেনা ঘাঁটিটি৷ এর এক কিলোমিটারের মধ্যেই রয়েছে ভুটান সীমান্ত৷ এই অঞ্চলকে গেটওয়ে অফ ভুটান বলা হয়৷



মন্তব্য চালু নেই