পশ্চিমবঙ্গের গ্রামে হাতির তাণ্ডব
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/02/2016_02_10_19_03_50_SrWYWRWgeb1KMqThNsCMZLiJVoL8UP_original-800x450.jpg)
একটি বুনো হাতি বন থেকে ছুটে গিয়ে ঢুকে পড়েছে লোকালয়ে। ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে তাণ্ডব চালিয়ে কয়েকশো ঘরবাড়ি, দোকান পাট লণ্ডভণ্ড করে দিয়েছে আজকে। তবে এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায় নি।
পশ্চিমবঙ্গের একতিয়াশাল গ্রামে খেপা হাতির কর্মকাণ্ড ভিডিও করেছে গ্রামবাসী। হাতির ধাক্কায় দুমড়ে গেছে পার্ক করা গাড়ি, মোটর সাইকেল। রাস্তায় কিংবা বাড়ির ছাদে শত শত মানুষ জড়ো হয়ে দেখেছে এই ধ্বংসযজ্ঞ।
আজকে গ্রামবাসীর ঘুম ভেঙ্গেছিল মূলত হাতির গর্জনে। তবে একপর্যায়ে কর্তৃপক্ষ ট্রাঙ্কিউলাজার বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে ঘুম পাড়িয়ে দেয় হাতিটিকে এবং একটি ক্রেন ব্যবহার করে সরিয়ে ফেলা হয়েছে তাকে।
ভারতের এই অঞ্চলে বুনো হাতির আকস্মিক হামলা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বনজঙ্গল ধ্বংসের কারণে বন্য প্রাণীদের জীবন যাত্রা ব্যাহত হওয়ায় এরকমটা হচ্ছে।
মন্তব্য চালু নেই