পর্নো ও মাদকের ঘটনায় চার জাতিসংঘ কর্মী বরখাস্ত
জাতিসংঘের পাঁচ কর্মীকে মাদক ও শিশু পর্নো কেলেংকারির ঘটনায় বরখাস্ত করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাতিসংঘ সচিবালয়ের কর্মীদের শৃঙ্খলা ভঙ্গ, অপরাধ তৎপরতা এবং তাদের বিরুদ্ধে যেসব শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা তুলে ধরা হয়েছে এতে।
প্রতি্বেদনে বলা হয়েছে, বিশ্ব সংস্থাটির ই-মেইল ব্যবস্থায় শিশু পর্নোসহ পর্নো ছবি রাখার অভিযোগে চার কর্মীকে বরখাস্ত করা হয়। আর জাতিসংঘের গাড়িতে করে মারিজুয়ানা পাচারের দায়ে বরখাস্ত করা হয় জাতিসংঘের অপর এক কর্মীকে। ১৭৩ কেজি মারিজুয়ানা পাচার করেছিলেন এ কর্মী।
এর আগে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সেনাদের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ পাওয়া গেছে।
মন্তব্য চালু নেই