পরস্ত্রীর কানে কি বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?
মার্কিন প্রতিরক্ষা সচিবের পদে শপথ নিচ্ছিলেন অ্যাস্টন কার্টার। দর্শক সারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রীও। এ ফাঁকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন নিজের আসন ছেড়ে অ্যাস্টন কার্টারের স্ত্রীর পাশে এসে দাঁড়ান। এক ফাঁকে ওই নারীর ঘারে হাত রেখে কানে কানে কি যেন বলেন তিনি। তবে যাই বলুক, মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।
ওয়াশিংটন পোস্ট বলছে‚ এই প্রথম নয়। এর আগেও ‘ওভার ফ্যামিলিয়ার’ হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন। সম্প্রতি তাকে এক বাইকারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কথা বলতে দেখা যায়।
এছাড়াও তিনি একইভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বলেন ম্যাগি কুনের সঙ্গে। সেটাও ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। ম্যাগির বাবা ক্রিস কুন শপথ নিচ্ছিলেন মার্কিন সিনেটরের পদে। শেষে ম্যাগি তাকে বাধ্য হয়েই ঠেলে সরিয়ে দেন। তারপরও থেমে থাকেননি জো বিডেন, নিজের কাজটা করেই যাচ্ছেন তিনি।
মন্তব্য চালু নেই