পরমাণু অস্ত্র নিষিদ্ধের আলোচনা বয়কট আমেরিকার
জাতিসংঘ আয়োজিত পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত আলোচনায় এর স্থায়ী দেশগুলোই অংশ নিচ্ছে না। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, অস্ত্র নিষিদ্ধের এ আলোচনায় তার দেশ অংশ নিচ্ছে না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুধু যুক্তরাষ্ট্রই নয়, জাতিসংঘের স্থায়ী সদস্য ব্রিটেন ও ফ্রান্সও এ আলোচনায় যোগ দিচ্ছে না। আমেরিকা, ব্রিটেন, ফান্স ছাড়াও জাতিসংঘের এ আলোচনা বয়কট করেছে আরও ৩৭টি দেশ।
নিক্কি হ্যালি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে চাই। কিন্তু এই মুহূর্তে আমরা তা করতে পারবো না। আমাদের বাস্তববাদী হতে হবে। কেউ কী বিশ্বাস করে যে উত্তর কোরিয়া কখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করবে? আমরা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করলে উত্তর কোরিয়া উল্লাসে ফেটে পড়বে এবং আমাদের দেশের মানুষ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
মন্তব্য চালু নেই