পরকীয়ায় আসক্ত স্বামী: অর্থের জন্যে স্ত্রীকে অদ্ভুত প্রস্তাব!

বিয়ের দুই বছরের মধ্যে অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী। তার উপরে আবার স্ত্রী করছে নির্যাতন। এমনিক পণের জন্যে স্ত্রীকে মারধরও করেন ওই পুরুষ। আর টাকা না আনতে পারলে বন্ধুদের সঙ্গে স্ত্রীকে রাত কাটানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের কর্ণাটকের কোপ্পারার এক যুবকের বিরুদ্ধে।

দু’বছর আগে বিয়ে হয় বিজয় মহান্তেশ নামে ওই যুবকের। বিয়েতে দাবিমতো পণও মেলে। কিন্তু, তারপর থেকেই আরও পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সে। মদ খেয়ে এসে স্ত্রীকে মারধরও করত অভিযুক্ত ।

শুধু তাই নয়, তাঁকে বন্ধুদের সঙ্গে রাত কাটানোর জন্য জোর করা হত বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা। তবে শুধু পণ নয়। ওই স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই