পদ্মা সেতু প্রকল্পে ভাঙন, পাইলিং বন্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মাসেতু প্রকল্প এলাকায় পদ্মার ভাঙনে ১৫০ মিটার পাড় নদীতে বিলীন হয়ে গেছে। এ সময় সেতুর পাইলিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নদীতে বিলীন হয়ে যায়। নতুন করে ভাঙন আতঙ্কে কুমারভোগ এলাকার পদ্মাসেতু প্রকল্পের নির্মাণাধীন পাইলিং বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার থেকে ৫টা পর্যন্ত পরপর তিন দফা পদ্মার পাড় ভেঙে প্রায় ১৫০ মিটার ‍নদীতে বিলীন হয়।

পদ্মাসেতু প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকালে ওই এলাকায় সেতুর পাইলিং কাজ চলছিল। ৩টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন দেখা দেয়। এতে তিন দফায় ১৫০ মিটারের মতো পাড় ভেঙে নদীতে চলে যায়। ভাঙন আরও বাড়তে পারে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই