পদত্যাগ প্রত্যাহার হাদীর
ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ-রব্বু মনসুর হাদী সোমবার তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দেশটির শহর এডেনে ঊর্ধ্বতন নিরাপত্তা উপদেষ্টা ও প্রাদেশিক গভর্নরদের বৈঠকও করেছেন তিনি। খবর আলজাজিরার।
দেশটির এক সংসদ সদস্য জানান, প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের বিষয়টি প্রত্যাহারে সংসদে একটি চিঠি পাঠিয়েছেন হাদী।
বেশ কিছুদিন আগে দেশটির রাজধানী সানায় শিয়াভিত্তিক হাউথি বিদ্রোহীরা হাদীকে তার কার্যালয়ে আটকে রাখে। এ সময় প্রধানমন্ত্রীসহ কেবিনেট সদস্যদের নিয়ে পদত্যাগ করেন তিনি।
এরপর গত শনিবার তাকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেয় হাউথিরা। বর্তমানে তিনি এডেনে নিজ বাড়িতে রয়েছেন।
এদিকে হাদীর পদত্যাগপত্র প্রত্যাহারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে গাল্ফ রাষ্ট্রগুলো। ইয়েমেনী নাগরিকদের হাদীর প্রতি সমর্থন রয়েছে বলে উল্লেখ করেছে তারা।
মন্তব্য চালু নেই