পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গোপীনাথ মুন্ডের

দিলীপ মজুমদার (কলকাতা): প্রয়াত ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গোপীনাথ মুন্ডে। আজ সকালে দিল্লি বিমানবন্দর যাওয়ার পথে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এই কেন্দ্রীয় মন্ত্রীর।তিনি মুম্বই যাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ছটা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে। তারপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এইমসে ভর্তি করা হয়। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন তিনি। ডায়াবেটিসের রোগী ছিলেন মুন্ডে, তাই দুর্ঘটনার পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আজ সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কেন্দ্রীয়মন্ত্রী।

নিতিন গডকড়ী জানিয়েছেন, মুন্ডের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। গাড়িতে ধাক্কা লাগায় তিনি পড়ে যান,তারপরেই তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আজ তাঁর দেহ শায়িত থাকবে বিজেপি দফতরে। আগামীকাল বিশেষ বিমানে দেহ নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রের বিডে। মহারাষ্ট্রের লাটুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ গোপীনাথ মুন্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷



মন্তব্য চালু নেই