পত্মীতলায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোসা: শিউলি খাতুন, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর পত্মীতলায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্মীতলা উপজেলা শাখার আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী, পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল চন্দ্র ঘোষ, পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সুদর্শণ সাহা, পূজা উদযাপন পরিষদেও সদস্য সচিব গৌতম দে, উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও যুবলীগ নেতা বিমান কুমার দাস, নজিপুর পৌর কাউন্সিলর যুগল চন্দ্র দেবনাথ, কাউন্সিলর বাচ্চু চন্দ্র সাহা, কাউন্সিলর সুকুমার দাস, কাউন্সিলর কল্যাণী রাণী ঘোষ, নজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্মৃতি রাণী মহন্ত, ছাত্রলীগ নেতা অমৃত কুমার সাহা, সুমন কুমার সাহা, নয়ন কুমার সাহা প্রমুখ।

এ উপলক্ষে নজিপুর পুরানা বাজার বাসুদেব মন্দিরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই