নয় রানে নয় উইকেট শিকার কিশোরের (ভিডিও)

ক্রিকেট মাঠে তার পরিচয়টা হল বাঁ-হাতি স্পিনারের। আর তাতে রীতিমত সবাইকে তাঁক লাগিয়ে দিয়ে নয় রান দিয়ে নয় উইকেট পেলেন মুশির খান। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল তার বয়স মাত্র নয় বছর।
তবে, ক্রিকেটে মুশির খানের পরিবার অবশ্য আগে থেকেই আছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলেন মুশিরের বড় ভাই সরফরাজ খান। এবার ব্যাটহাতে দারুন পারফর্ম করেছে ১৭ বছরের সরফরাজ। দলের অধিনায়ক বিরাট কোহলিও তার প্রশংসা করেছেন।
আর সম্প্রতি ক্রিস গেইলের সাথে বন্ধুত্বে তিনি বিশ্বক্রিকেটেই বড় তারকা হয়ে উঠেছেন।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েসনের গ্রীষ্মকালীন অনূর্ধ্ব ১৪-এর ম্যাচে এই অনন্য নজির গড়েছেন দাদর ইউনিয়নের এই খেলোয়াড়। দুদিনের ওই ম্যাচে দাদর বিরারকে হারিয়ে দিয়েছে। ওই ম্যাচে দুটি ইনিংসে ১২ টি উইকেট নিয়েছে মুশির। শুধু তাই নয়, আজাদ ময়দানের ওই ম্যাচে মুশির ব্যাট হাতেও সফল হয়েছে। ১৫২ বলে করেছে ৪৮ রান।
মন্তব্য চালু নেই