নয় মাসে ১০ হাজার আইএস যোদ্ধাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট গত নয় মাস ধরে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেটের ১০ হাজারের বেশি সদস্যকে হত্যা করেছে। বুধবার এ কথা জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
প্যারিসে জোট ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে আলাপ শেষে ওই অভিযানের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন বলে রয়টার্স জানিয়েছে। তিনি দাবি করেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক সফলতা পেয়েছে জোট। তিনি বলেন, ওই গোষ্ঠীটি এখন নীরব রয়েছে। তবে তাদের এখনো লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ আছে।
উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক ফরাসি রেডিওকে দেয়া সাক্ষাকারে বলেন,‘অভিযান শুরু করার পর আমরা ১০ হাজারের বেশি দায়েশকে(আইএসের আরবি নাম) হত্যা করেছি। তাদের প্রভাব অনেকটা কমে এসেছে।’
তিনি আরো বলেন, ‘অভিযানের শুরুতে আমরা ওদের নির্মূল করতে সময় লাগবে বলে উল্লেখ করেছিলাম। এজন্য আমরা তিন বছরের পরিকল্পনা গ্রহণ করেছিলাম। এর মধ্যে নয় মাস পার হয়েছে।’
মন্তব্য চালু নেই