নোবেল পুরস্কার অনুষ্ঠানে যাচ্ছেন না বব ডিলান
নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না বব ডিলান। ওই অনুষ্ঠানের সময় ডিলান অন্য এক জায়গায় যাবেন। ওই প্রতিশ্রুতি তিনি ভাঙতে পারবেন না।
আজ বুধবার ডিলানের পক্ষ থেকে নোবেল কমিটিকে পাঠানো চিঠিতে এসব কথা বলা হয়েছে।
সুইডিশ কমিটি বব ডিলানের কাছ থেকে চিঠি পেয়েছে। সেখানে ডিলান জানিয়েছেন, ডিসেম্বরের ওই সময়ে তিনি স্টোকহোমে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারছেন না।
আগামী ১০ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে নোবেল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। চলতি বছর সাহিত্যে নোবেল জিতেছেন মার্কিন সুরকার, গীতিকার ও গায়ক বব ডিলান।
নোবেল কমিটি থেকে বলা হয়, ডিলান জানিয়েছেন, তাঁর ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে পদকটি নেওয়ার। কিন্তু অন্য প্রতিশ্রুতি থাকার কারণে তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। ডিলান আরো জানিয়েছেন, এ পদকে তাঁকে ভূষিত করার জন্য সম্মানিত বোধ করছেন তিনি।
বব ডিলানের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে সুইডিশ একাডেমি। তবে এটাও জানিয়েছে কোনো নোবেল বিজয়ীর অনুষ্ঠানে না আসাটা ‘অস্বাভাবিক’।
মন্তব্য চালু নেই