নেপালে ৭.৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভূমিকম্পে কাঁপল গোটা দেশ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র কম্পন অনুভূত হয়েছে। দুই মিনিট ধরে চলে জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.৫। উৎসস্থল নেপালের লামজুং থেকে ৩৫ কিলোমিটার পূর্বে। ১১.৯ কিলোমিটার নিচে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের খবর পেয়েই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আক্রান্তদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

১২ মিনিট পরে দ্বিতীয়বারের জন্য কেঁপে ওঠে দেশের বিভিন্ন জায়গা। নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি। রাস্তায় ফাটল। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। দেশের মধ্যে দিল্লিতে তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এ ছাড়া অনুভূত হয়েছে আসাম, দিল্লি, কলকাতা, জয়পুর, লখনউ, পাঞ্জাবের নানা জায়গায়। গত সপ্তাহেই তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে সুনামি সতর্কতা জারি করে জাপান সরকার।



মন্তব্য চালু নেই