নেপালে ৬ দিনে ১১০ ভূমিকম্প

নেপালে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানার পর ছয় দিনে আরও ১১০টি মৃদুকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। এ সব ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪-এর বেশি। তবে কোনোটাই ধ্বংসাত্মক ছিল না।

সর্বশেষ বৃহস্পতিবার স্থানীয় সময় ৬টা ২২ মিনিটে স্বল্পমাত্রার একটি মৃদুকম্প আঘাত হানে নেপালে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে লামজংয়ে।

তবে এ ধরনের মৃদুকম্পনে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ভূমিকম্প বিজ্ঞানী দিল্লিরাম তাইওয়ারি। তিনি বলেছেন, সাধারণত ৬ মাত্রার নিচের ভূমিকম্প তেমন কোনো ক্ষতির কারণ হয় না।

দিল্লিরাম তাইওয়ারি বলেন, ‘বড় ভূমিকম্পের পর এ ধরনের ভূকম্পন অনুভূত হতেই পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

নেপালের জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের অন্যতম বিজ্ঞানী লোকবিজয়া অধিকারী বলেছেন, বড় কোনো ভূমিকম্পের পর অন্তত এক সপ্তাহ ধরে মৃদুকম্প হতে পারে।

২৫ এপ্রিল শনিবার নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত পাঁচ হাজার ৫০০ মানুষ মারা গেছেন। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই