নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮৪১৩

নেপালে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে।

নেপাল রেড ক্রস সোসাইটি (এনআরসিএস) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৪১৩।

এনআরসিএস-এর সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

এনআরসিএস জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১৭ হাজার ৫৭৬ জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২৬০ জন।

২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

১৯৩৪ সালে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি নেপালী মারা গিয়েছিলেন।

এবারও মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা।



মন্তব্য চালু নেই