নেপালে ফের ভূমিকম্প
নেপালে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার স্থানীয় সময় সকাল ১১ টা ০২ মিনিটে কাঠমান্ডু ভ্যালিতে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।
ভারতের ন্যাশনাল সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের সিন্ধুপালচৌক জেলায়।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে প্রায় ৯ হাজার লোক নিহত হয়। ভয়াবহ এই ভূমিকম্পে বাস্তচ্যুত হয়েছে প্রায় কয়েক লাখ মানুষ।
মন্তব্য চালু নেই