নেপালে আবারও ভূমিকম্প

নেপালে আবারও ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দেশটির গুর্খা জেলার বড়পার্ক এলাকায় ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।

দেশটির ন্যাশনাল সেইসমোলজি সেন্টার (এনএসসি) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির কর্মকর্তা মুকুন্দ ভট্টরাই জানান, গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর এ নিয়ে তিনটি মাঝারি মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটল।

গত শনিবার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে শতাধিক আফটারশকের ঘটনা ঘটেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। এ ছাড়া এখনো কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।

নেপাল সরকার শনিবার বলেছে, ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের নিচে যারা চাপা পড়েছে তাদের আর বাঁচার সম্ভাবনা নেই।

সূত্র : ইন্ডিয়া টুডে।



মন্তব্য চালু নেই