নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা
আগেই ধারণা করা হচ্ছিল ফলাফল এমনটাই হবে; হলোও তাই। নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট পার্টি অব নেপালের (মার্কিস্ট-লেনিনিস্ট) চেয়ারম্যান কেপি শর্মা অলি।
রোববার সংসদের ৫৯৮ সদস্যের মধ্যে অলিকে সমর্থন দেন ৩৩৮ জন। ২৯৯ সদস্যের সমর্থন পেলেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতেন। ৩৩৮ সদস্যের সমর্থন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন অলি। প্রচ-ের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) আগেই অলিকে সমর্থনের কথা জানিয়েছিলেন।
এছাড়া রোববারের নির্বাচনে মদেশি জন অধিকার লোকতান্ত্রিক পার্টির ১২ সদস্যও অলিকে সমর্থন দেয়।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালা নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
মন্তব্য চালু নেই