নেইমার ফ্লপ: ম্যারাডোনা

ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো খেললেও মেক্সিকোর বিপক্ষে নেইমার ফ্লপ ছিলেন বলে মন্তব্য করেছেন ডিয়েগো ম্যারাডোনা বলেছেন। তিনি ব্রাজিলের প্রতি নেইমারের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমানোর পরামর্শ দেন।

সম্প্রতি লেখা একটি কলামে ম্যারাডোনা লিখেছেন, নতুন হেয়ার স্টাইল নিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে ভালো খেলতে পারেনি নেইমার।

ব্রাজিলের হেক্সা জয় প্রসঙ্গে ম্যারাডোনা লিখেছেন, ব্রাজিলকে ততটা শক্তিশালী মনে হচ্ছে না পাশাপাশি অতিরিক্ত মাত্রায় নেইমার নির্ভর হয়ে পড়েছে দলটি। সাজানো গোছানো দলের বিপক্ষে খেললেই তাদের এ সমস্যাটা চোখে পড়ছে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। দ্বিতীয় পর্বে যাওয়া নিশ্চিত করার জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল জয়ের। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার তুলে দেয়া রক্ষণ ভাঙতে পারেনি নেইমার।

গ্রুপ পর্বের ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে জার্মানিকেই সবার ওপরে রাখছেন কিংবদন্তি এই ফুটবলার। তার মতে, ‘পর্তুগালের সঙ্গে জার্মানির খেলা দেখে মনে হচ্ছিল কোন পাড়ার দলের সঙ্গে খেলছে জার্মানরা।’



মন্তব্য চালু নেই