নিষেধাজ্ঞা ওঠার পরই পাকিস্তান ছাড়লেন মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরে দেশত্যাগ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন তিনি। খবর ডনের।
দেশত্যাগের আগে ডন নিউজকে মোশাররফ বলেন, ‘আমি একজন যোদ্ধা এবং আমি আমার দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই আমি দেশে ফিরে আসব।’
মোশাররফ আরো বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ।বর্তমানে শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হচ্ছে।
নিজের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় লড়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘পাকিস্তানের উন্নয়নে কাজ করতে চাই। তাই সুস্থ হয়ে দেশে ফিরে আবারও রাজনীতিতে অংশ নিব।’
এর আগে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান জানিয়েছিলেন, মোশাররফের বিদেশ সফরের ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এখন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন।
তথ্যসূত্র : ডন
মন্তব্য চালু নেই